চোটের ভয়াল থাবা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না নেইমারের। আবারও চোটে পড়েছেন তিনি। ঊরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সি তারকা। মাঠের বাইরে তার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলের জন্য। বাংলাদেশ সময় সোমবার ভোরে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। তাদেরকে ২-১ গোলে পরাস্ত করেছে করিন্থিয়ান্স। বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার। নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি। নেইমারের চোটের বিষয়ে তার শৈশবের ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই লিখেছেন, 'আমি আজ পুরোপুরিভাবে মাঠে থাকতে চেয়েছিলাম। সতীর্থদের কোনো না কোনোভাবে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তি অনুভব করি।'