বাংলাদেশে ক্যাটারপিলার ইনক আমেরিকার অনুমোদিত ডিলার বাংলাক্যাট ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মডেলের ব্যবহৃত ও রিকন্ডিশনড কনস্ট্রাকশন মেশিনারিজ ও ইকুইপমেন্ট বিক্রয় উদ্দেশ্যে ৭ দিনের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করেছে- 'কনস্ট্রাকশন মেশিনারিজ এক্সপো-২০২১ পাওয়ার্ড বাই বাংলাক্যাট।'
বাংলাক্যাট আয়োজিত এই প্রিমিয়াম বিক্রয় প্রদর্শনী অনুষ্ঠানে সব মেশিনের পরিচিতি তুলে ধরা হবে এবং উপস্থিত সবার সামনে প্রদর্শিত হবে। আয়োজিত এক্সপো রোববার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে উদ্বোধন হয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে ক্যাটারপিলারের বিভিন্ন মডেলের ব্যবহৃত ও রিকন্ডিশনড কনস্ট্রাকশন মেশিন ও বাহনগুলো বিক্রয়ের উদ্দেশে প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে। এক্সপোটি কোম্পানি তাদের নিজস্ব রেন্টাল ইয়ার্ডে আয়োজন করেছে, যা বাংলাদেশে অবকাঠামো নির্মাণকার্যে ব্যবহৃত ভারী বাহন ও মেশিন রাখার জন্য সর্ববৃহৎ রেন্টাল ইয়ার্ড হিসেবে পরিচিত। বাংলাক্যাটের এই রেন্টাল ইয়ার্ডটি মঠবাড়ী, পুবাইল, উলুখোলা, গাজীপুরে অবস্থিত। সংবাদ বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd