রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

নতুনধারা
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে করপোরেট বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের লেনদেন পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএসই'র ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, এফসিএ, ইনভেস্টমেন্ট ইউনিট হেড মোহাম্মদ আবদুলস্নাহ আল মামুন, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাডভাইজরি মোহাম্মদ সোহেল হক, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে