শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এমটিবি ফাউন্ডেশনের 'বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

  ৩০ মে ২০২৪, ০০:০০
এমটিবি ফাউন্ডেশনের 'বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন
এমটিবি ফাউন্ডেশনের 'বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস উদযাপন

'বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৪' যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য 'ঋতুস্রাব-বান্ধব বিশ্বের জন্য একাত্মতা' উদযাপন করেছে। বিশেষ এই দিনটিকে গুরুত্ব সহকারে উদযাপন করার অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন প্রতি মাসে স্কুলের কিশোরী ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে তাদের সহায়তা করার অঙ্গীকার করেছে। এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এশা তাসলিমের কাছে নারী স্বাস্থ্যবিধি উপকরণগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী এবং আবিন্তা কবির ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক, ফারখুন্দা আহমেদ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে