দক্ষ ফান্ড ব্যবস্থপনায় রিলায়েন্স ১ম ও গ্রামীণ-২ মিউচু্যয়াল ফান্ডের চমক। পুঁজিবাজারের দীর্ঘ অস্থিরতা ও পতনের মধ্যেও দক্ষ ও সুষম সম্পদ ব্যবস্থাপনায় চলতি অর্থবছরে বার্ষিক ও প্রথম প্রান্তিকে লভ্যাংশ ও আয়ে সফলতা দেখিয়েছে রিলায়েন্স ওয়ান এবং গ্রামীণ-২ মিউচু্যয়াল ফান্ড। ফান্ড দুটির সম্পদ ব্যাবস্থাপক এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
উলেস্নখ্য, ২০২৩-২৪ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ড কোনো লভ্যাংশ প্রদান না করলেও রিলায়েন্স ওয়ান এবং গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ড দুটি যথাক্রমে ৪ শতাংশ এবং ৬ শতাংশ লভ্যাংশ প্রদান করেছে, যা ইতোমধ্যে পরিশোধও করা হয়েছে।
দেশীয় এবং আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনৈতিক চরম অস্থিরতা এবং বাংলাদেশের পুঁজিবাজারে চরম বিপর্যয়ের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে প্রথম প্রান্তিকে রিলায়েন্স মিউচু্যয়াল ফান্ডের ইউনিট আয় বেড়েছে ১৪শ' শতাংশ এবং গ্রামীণ-২-এর আয় বেড়েছে ৫৫০ শতাংশ।