মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৩:৩৩
নবীগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
ছবি: যায়যায়দিন

নবীগঞ্জ উপজেলার পল্লীতে মসজিদের নামকরণ নিয়ে গ্রামের দুই আওয়ামী লীগ নেতার মতবিরোধ ও বাক বিতণ্ডাকে কেন্দ্র করে রাতের আধারে এক ঘন্টা ব্যাপী সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছেন। আহতদের মধ্যে উভয় পক্ষের ৫ জনকে সিলেট এমজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোমবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের ফিংলী নদীর উত্তরপাড় মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়।

উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী গংদের সাথে একই গ্রামের আরেক আওয়ামীলীগের নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আওয়ামীলীগের নেতা মাহমুদ মিয়া, আশরাফ মিয়া গংরা মসজিদ কমিটিকে না জানিয়ে হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন করেন। এনিয়ে মসজিদের মোয়াতাল্লি আওয়ামীলীগের নেতা সালেহ আহমদ চৌধুরী গংদের সাথে কথা কাটাকাটি হয়। মসজিদের পঞ্চায়েত পক্ষে সালেহ আহমদ হঠাৎ করে নাম পরিবর্তন কেন করা হয়েছে জানতে চান মাহমুদ মিয়া ও আশরাফ মিয়া গংদের কাছে এনিয়ে দুপক্ষের বাক বিতন্ড চরম আকার ধারণ করে সংঘর্ঘে জড়িয়ে পড়েন রাতের অন্ধকারে প্রায় এক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে।

এতে সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। সংগঠিত সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। সংঘর্ষে গুরুতর আহত মাহমুদ মিয়া, মুনাইমকে ও হুসেইন মিয়া, জিতু মিয়া, রায়েদ চৌধুরী রিংকু ও কাউসার মিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত জিতু মিয়া, মাহমুদ মিয়া ও মুনাইম মিয়াকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে বলেন, আওয়ামীলীগের নেতা মাহমুদ মিয়া, আশরাফ মিয়া গংরা মসজিদ কমিটিকে না জানিয়ে হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন করেন। মসজিদের পঞ্চায়েত পক্ষে আমি জিজ্ঞেস করি কেন হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন কেন করা হলো। তাই সে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করেছে।

ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী জানান, প্রায় ১২ বছর ধরে উপজেলার ঘোলডুবা নদীর উত্তরপাড় জামে মসজিদের মুত্তাল্লীর দায়িত্ব পালন করে আসছেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরী। কিন্তু গত ১২ বছরে মসজিদের কোন হিসাব দেননি। মুসল্লীরা হিসাব চাইলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে কোন হিসাব দেননি। এনিয়ে কয়েকজনের সাথে বাগবিতন্ডা মারামারি হয়।

নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন জানান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোন পক্ষেই থানায় মামলা দেয়নি ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে