বর্ষীয়ান ব্যাংকার আহমেদ ইসমেত রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে ০৩ নভেম্বর, ২০২৪ তারিখ রোববার যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি ওয়ালস্ট্রীট এক্সচেঞ্জ, দুবাই এর পরামর্শক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া দেশে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) এবং হেড অব কনজিউমার ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাত- এ তিনি সিনিয়র গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি