অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট সার্কেলের শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক গৃহীত ৫৮ দিনের বিশেষ কর্মপরিকল্পনা 'উদ্দীপ্ত যাত্রা-২০২৪' এবং রিকভারি ডিভিশনের ২ (দুই) মাসব্যাপী 'খেলাপিঋণ আদায় কর্মসূচি' শীর্ষক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর সিলেট সার্কেল সচিবালয়ের কনফারেন্স রুমে। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিকভারি অ্যান্ড এনপিএলএম ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক একে.এম শামীম রেজা। সিলেট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক রুবানা পারভীনের সভাপতিত্বে অংশগ্রহণ করেন সিলেট সার্কেলাধীন সব অঞ্চল প্রধান, কর্পোরেট শাখাপ্রধান এবং শাখা ব্যবস্থাপকরা। বিজ্ঞপ্তি