বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এসওএস শিশুপলস্নীকে ইস্টার্ন ব্যাংকের সহায়তা

বিজ্ঞপ্তি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এসওএস শিশুপলস্নীকে ইস্টার্ন ব্যাংকের সহায়তা
এসওএস শিশুপলস্নীকে ইস্টার্ন ব্যাংকের সহায়তা

বাংলাদেশে আন্তর্জাতিক এসওএস শিশুপলস্নীর সঙ্গে সহযোগিতামূলক পার্টনারশিপে অন্তর্ভুক্ত হলো বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। এর অধীনে, ২০২৫ সালে শিশুপলস্নীটির সব শিশুর মেডিকেল ব্যয় বহন করা ছাড়াও এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে একশ যুবার বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে ইবিএল। এ সকল উদ্যোগ বাস্তবায়নের জন্য ৫ ডিসেম্বর রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এসওএস আন্তর্জাতিক শিশুপলস্নীর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হককে চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসওএস আন্তর্জাতিক শিশুপলস্নীর পোর্টফোলিও ম্যানেজার- এশিয়া/এসওএস-কিন্ডার ডোরফারের প্রোগ্রাম ডেভেলপমেন্ট এন্ড স্ট্র্যাটেজি থোরার্লফ মুলার, শিশুপলস্নীর আন্তর্জাতিক প্রতিনিধি এশিয়া রাজনিশ জৈন, ফান্ড ডেভেলপমেন্ট এন্ড কমু্যনিকেশন্সের উপ-পরিচালক রাশাল মিয়া, কর্পোরেট ফান্ড রেজিং এর মো. আরমান কবির মাহিদ; ইবিএল কমু্যনিকেশন্স এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব) মো. আব্দুস সালাম, কোম্পানি সেক্রেটারি মো. আবদুলস্নাহ আল মামুন, এবং হেড অফ বিজনেস ইনফরমেশন সিস্টেম মোঃ মাসকুর রেজা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে