বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত নারীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ও কল্যাণ সেবা প্রদানে দেশের শীর্ষস্থানীয় কাউন্সেলিং প্রতিষ্ঠান মনের বন্ধু'র সঙ্গে যৌথভাবে কাজ করবে ইস্টার্ন ব্যাংক। গতকাল, ২৬ জানুয়ারি ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন উদ্যোগটি পরিচালনার জন্য মনের বন্ধু'র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা'কে একটি চেক হস্তান্তর করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনের বন্ধু'র পরিচালক স্থপতি তাসবীর শাতিল, মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম প্রধান এবং লীড মনোসামাজিক কাউন্সেলর কাজী রুমানা হক; ইস্টার্ন ব্যাংকের কমু্যনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, এবং কোম্পানি সচিব মোঃ আবদুলস্নাহ্? আল মামুন এফসিএস। বিজ্ঞপ্তি