মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পো কার্নিভাল আয়োজনে পাশে ছিল 'স্বপ্ন'

  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পো কার্নিভাল আয়োজনে পাশে ছিল 'স্বপ্ন'
পো কার্নিভাল আয়োজনে পাশে ছিল 'স্বপ্ন'

মানুষ ও প্রাণীদের মাঝে ভালোবাসার বহি:প্রকাশ ঘটাতে শুক্রবার (৭ ফেব্রম্নয়ারি) দিনব্যাপী গুলশান সোসাইটি পার্কে অনুষ্ঠিত হলো পো কার্নিভাল ২০২৫। এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ 'স্বপ্ন'। রাজধানীর গুলশান ২ এর লেকপাড়ে বাসার আদরের প্রিয় পোষা কুকুর ও বিড়ালকে সাথে নিয়ে সকাল থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন পশুপ্রেমীরা। দিনব্যাপী পোষা প্রাণী এবং সমর্থকদের ছিল এক মিলনমেলা। অনুষ্ঠানে সহযোগিতা করার পাশাপাশি এই আয়োজনে 'স্বপ্ন' এর ছিল নিজস্ব স্টল। মোট ৩০টি স্টলসহ এবারের আয়োজনে। এসব স্টলে ছিল পোষাপ্রাণীর খাবারসহ প্রয়োজনীয় নানান উপকরণ। অনুষ্ঠানে আসা পশুপ্রেমী সুমন হাসান জানান, ওরা তো একটা প্রাণী। তাদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য জায়গা দরকার হয়। তাদের নিয়ে ঘুরতে নিয়ে আসলাম আজ। চমৎকার আয়োজন, একটা আত্মতৃপ্তি কাজ করছে আমার। যারা এই আয়োজনের সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে, এই আয়োজনের সাথে থাকার জন্য স্বপ্ন-কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এ আয়োজনের একটি পর্বে ছিল পোষাপ্রাণীদের নিয়ে ফ্যাশন শো। মানুষ ও প্রাণীর মধ্যে অব্যক্ত সংযোগ প্রত্যক্ষ করার সুযোগ সৃষ্টি হয়েছে এই আয়োজনে এমনটিই জানান পশুপ্রেমী ও আয়োজকরা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে