সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাজার মূলধন বাড়ল ১৭৩ কোটি টাকা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
বাজার মূলধন বাড়ল ১৭৩ কোটি টাকা

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। কিন্তু বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় দ্বিগুণের বেশি প্রতিষ্ঠান থাকার পরও বাজার মূলধন সামান্য পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে মাত্র ১৭৩ কোটি টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭৩ কোটি টাকা বা দশমিক শূন্য ২ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৫ হাজার ৪৫২ কোটি টাকা। তার আগের চার সপ্তাহেও ডিএসইর বাজার মূলধন বাড়ে। আগের চার সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা, ৯ হাজার ১০৫ কোটি টাকা, ৪ হাজার ২৩৮ কোটি টাকা এবং ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। অর্থাৎ ছয় সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান ও ইসলামী শরিয়াহভিত্তিক মূল্যসূচক বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে