শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় পর্যটকদের নতুন গন্তব্য সৌদি আরব!

যাযাদি ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এবং ২০৩০ সাল নাগাদ বার্ষিক হিসাবে ভারত থেকেই সবচেয়ে বেশি দেশটিতে যাবে বলে সৌদি টুরিজম অথোরিটি (এসটিএ) আশা করছে।

ভারত থেকে পর্যটক আকর্ষণ করার জন্য বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সৌদি আরব। ফেব্রুয়ারিজুড়ে ভারতে বেশ কিছু প্রমোশন প্রোগ্রাম করেছে এসটিএ। এর মধ্যে রয়েছে সফল রোডশো, ট্রাভেল অ্যান্ড ট্রেড ইভেন্টগুলোতে অংশগ্রহণ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাথে অংশীদারিত্ব চুক্তি করা।

এসটিএ জানিয়েছে, ২০২৩ সালে ভারত থেকে ২০ লাখের বেশি পর্যটক সৌদি আরব যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংস্থাটি আরো জানায়, সৌদির জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ উৎস।

সংস্থাটি আরো জানায়, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্য সৌদি আরব আশা করছে যে ওই সময় নাগাদ প্রতি বছর ১০ কোটি ভারতীয় সৌদি আরব সফর করবে। তখন ভারত হবে সৌদি আরবের বৃহত্তম পর্যটন উৎস। সূত্র : আরব নিউজ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে