মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাউজান পৌরসভা আ.লীগের বর্ধিত সভায় জমির উদ্দিন পারভেজকে মেয়র পদে সমর্থন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২০, ২২:০৮
রাউজান পৌরসভা আ.লীগের বর্ধিত সভায়  জমির উদ্দিন পারভেজকে মেয়র পদে সমর্থন
রাউজান পৌরসভা আ.লীগের বর্ধিত সভায় জমির উদ্দিন পারভেজকে মেয়র পদে সমর্থন

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে রাউজান (চট্টগ্রাম) পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়র পদে উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজকে সমর্থন দিয়েছে।

২ ডিসেম্বর বিকালে উপজেলা কার্যালয়ে ডাকা বর্ধিত সভার এই সিদ্ধান্ত জেলা কমিটির কাছে রেজুলেশন করে পাঠাবেন বলে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানিয়েছেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়েম উদ্দিন চৌধুরী, আজিজুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, এড. দিলীপ কুমার চৌধুরী, হারুণ আর রশিদ চৌধুরী টিপু, আবদুল মন্নান সওদাগর, স্বপন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা বক্তব্য রাখেন।

সভায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পাভেজের নাম প্রস্তাব করেন। এসময় জমির উদ্দিন পারভেজকে সমর্থন জানান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ চৌধুরী টিপু। পরে উপস্থিত নির্বার্হী কমিটির অন্যান্য সদস্য ও ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকরা সর্বসম্মতিক্রমে সমর্থন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে