মৌলভীবাজারের জুড়িতে চুরি হওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪/১) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গোয়ালবাড়ি এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দূর্গাপুর হাইস্কুলের পাশে থেকে চুরচত্রের সদস্যরা গরুটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে, পূর্বজুড়ি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ স্থানীয় লোকজনের সহযোগিতায় গরুটি গোয়ালবাড়ি এলাকা থেকে উদ্ধার করেন। পরে গরুটির স্থানীয় এক পাইকার দাবি করছিলেন যে, তিনি দূর্গাপুর থেকে ক্রয় করেছেন। তাৎক্ষনিকভাবে তিনি সুনির্দিষ্ট কোন প্রমাণাদি দিতে না পারায় ইউপি চেয়ারম্যান গরুটি জুড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পূর্বজুড়ি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ যায়যায়দিনকে মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করে জানান, বিগত কিছুদিন ধরে অত্র এলাকা থেকে কয়েকটি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd