মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব নবিরুল ইসলাম

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২১, ২১:৫৮
জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব নবিরুল ইসলাম
জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব নবিরুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগরে নির্মাণাধীন কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. সিরাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) নবিরুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ঠিকাদার আরেফিন ইসলাম তাদের কাজের সাইট পরিদর্শনে সহযোগিতা করেন।

যুগ্ম সচিব কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে জানান, আগামী মার্চের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রছাত্রী ভর্তি ও ক্লাস শুরু করা সম্ভব হবে। জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পাশে মনোরম পরিবেশে মনোহরপুর মৌজায় সাড়ে ৪ বিঘা জমির ওপর ১৭ কোটি ১৯ লাখ ২৯ হাজার ২৪ টাকা ব্যয়ে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চমতলা একাডেমিক ভবন ও চতুর্থতলা প্রশাসনিক ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে.এস.এ.ই এসইস জে (জেভি)।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে