মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে কিশোরদিয়া গ্রাম থেকে বাঘটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়।
স্থানীয় মামুন হোসেন জানান, হঠাৎ করে একটি মেছো বাঘ গ্রামে ঢুকে পড়ে। এ সময় বেশ কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করতে থাকলে স্থানীয়রা মেছো বাঘটিকে দেখতে পায়।
ওই গ্রামের জামাল বলেন, ‘সবাই বাঘ বাঘ বলে চিৎকার-চেঁচামেচি করছিল। এসে দেখি মেছো বাঘটি গাছের উপরে। গাছে উঠে সেটিকে নামানোর চেষ্টা করি। এসময় বাঘটি আমার গলায় ও হাতে আঁচড় দেয়। বাঘের কথা শুনে স্থানীয় উৎসুক জনতা তা দেখতে ভীড় জমান।’
কবিরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হবি চৌকিদার জানান, ‘বাঘটি উদ্ধারের পর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করি। রাজৈর উপজেলা বন কর্মকর্তা আব্দুর রউফ চৌধুরী এসে বাঘটিকে নিয়ে যান।’
মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত জানান, মেছো বাঘটিকে খুলনা বন্যপ্রাণি বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd