মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পত্নীতলায় ৩১ নারীর মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ২১:০১
পত্নীতলায় ৩১ নারীর মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ

জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ, অসহায়, বেকার ৩১ জন মহিলার মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার সভাপতি খাদিজাতুল কোবরা মুক্তা।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক দিলিপ চৌহান, রেজাউল ইসলাম, প্রশিক্ষক বিলকিস আক্তারসহ ঋণগ্রহীতারা। এ সময় ৩১ জন নারীর মাঝে ৪ লাখ ৬৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে