নাটোরের লালপুরে স্ত্রী হত্যার দায়ে ভ্যানচালক স্বামী সাদ্দাম হোসেনকে (৩৬) আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামের তয়জাল প্রামানিকের ছেলে। পরে তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠিয়েছেন বিচারক। বুধবার বেলা ১১টার দিকে হত্যা রহস্য উদ্ঘাটন সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, দুই বছর আগে নাটোরের লালপুর থানাধীন মাঝগ্রাম দক্ষিণপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন লহলামারী সাহেব গ্রামের তহুরুল ইসলামের মেয়ে শারমিন খাতুনের বিয়ে হয়। সাদ্দাম হোসেন পেশায় একজন ভ্যানচালক। তাই পরিবারে আর্থিক অভাব-অনটন লেগেই থাকত। পরিবারের অভাব ঘোঁচাতে তিন মাস আগে স্ত্রী শারমিন স্বামীর অনুমতি ছাড়াই ঈশ্বরদী ইপিজেডে চাকরি নেন। স্ত্রীর চাকরি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দানাবাঁধে। এরই এক পর্যায়ে গত শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে রাত সাড়ে এগারোটার দিকে স্ত্রী শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী সাদ্দাম। রোববার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
গত সোমবার নিহতের ভাই রিপন আলী বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে নাটোর জেলা পুলিশ। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন গোপালপুর কয়েট্টা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই সাদ্দামকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে জেলহাজতে পাঠান বিচারক।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd