মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মনপুরায় পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের সুবর্ণজয়ন্তি উদযাপন

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ২১:০৮
মনপুরায় পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের সুবর্ণজয়ন্তি উদযাপন
মনপুরায় পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের সুবর্ণজয়ন্তি উদযাপন

ভোলার মনপুরায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের সুবর্ণ জয়ন্তি ও এলডিসি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মনপুরা থানা পুলিশ।

বোরবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় মনপুরা থানা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রির ভার্চুয়াল বক্তব্য শেষে কেক কাটা হয়। এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের মহাত্ম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন তুলে ধরে আলোচনা করা হয়।

সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মনপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি এ. কে. এম শাহজাহান মিয়া, হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাব সভাপতি এম. আলমগীর হোসেন প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে