মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২১, ১৭:২৩
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর খুন
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক কিশোর খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছুরিকাঘাতে রবিউল আউয়াল লিমন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোদালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল আউয়াল লিমন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি এলাকার শহিদ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকায় খেলার বিষয় নিয়ে কিশোরদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে লিমনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সারওয়ার জাহান জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিমনের হত্যাকারী ঘাতকদের গ্রেফতার করতে অভিযান চলছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে