মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মোহনগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১১ জুন ২০২১, ১৬:০৪
মোহনগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ
মোহনগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার বার্ত্তারগাতি ও বড়পাইকুড়া গ্রামে শুক্রবার ব্যক্তিগত উদ্যোগে ৪ শতাধিক ফলজ বৃক্ষরোপন করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের দিকনির্দেশনা কাঠাল, আম, জাম, লিচু, জামবুরা, নারিকেল, লেবু, পেয়ারা, আমড়া, লটকন বৃক্ষ ব্যক্তিগত উদ্যোগে রোপন করেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের পল্টন থানার সাবেক ওসি বর্তমানে সিটিএফবি ঢাকা হাইকোট জোনের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মো. গোলাম সারোয়ার।

এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, বড়তলি বানিহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাশেম উদ্দিন, প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বৃক্ষরোপন উদ্ধোধনকালে মো. গোলাম সারোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের অনুপ্রেরনায় এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে