শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​শ্যামনগরে ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী কন্যাকে সহায়তা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ওসিসি কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ঔষধ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যালয়ে উপজেলার বাসিন্দা জনৈক এক ব্যক্তির লালসার শিকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষিত হয়। ধর্ষণের শিকার হয়ে সে অন্তঃসত্তা হওয়ায় অসুস্থ হওয়ায় চিকিৎসক ও শ্যামনগর রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সুস্থতার জন্য সহস্রাধিক টাকার ঔষধ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা ওসিসি কর্মকর্তা এ বিষয়ে বলেন ধর্ষণের শিকার মেয়েটি সাত মাসের অন্তঃসত্তা। থানায় মামলা হয়েছে। আসামী জেল হাজতে রয়েছে। মামলাটি ওসিসির ফলোআপে রয়েছে। কিন্ত ভিকটিমের শারীরিক অবস্থা ভাল না থাকায় উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় ঔষধ সেবা প্রদান করা হয়।

ঔষধ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস সহ উপজেলা সমাজসেব কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে