মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

মহাদেবপুর থেকে উধাও ২৪২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ২

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৭
মহাদেবপুর থেকে উধাও ২৪২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ২
মহাদেবপুর থেকে উধাও ২৪২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ফেনীতে পরিবহনের সময় উধাও হওয়া প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ২৪২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পাবনা জেলার চাটমোহর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকার চাউল কল এবং দোকানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় দু’জনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ। এরা হলো- পাবনা জেলার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের জনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের ছৌমুদ্দিন প্রামানিকের ছেলে শাহাজান আলী প্রামানিক (৫০)।

রোববার দুপুরে থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ওসি আজম উদ্দিন মাহমুদ।

তিনি জানান, গত এক ডিসেম্বর উপজেলার আখেড়া এলাকার ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজ এর গোডাউন থেকে একটি কাভার্ডভ্যানে ২৮০ বস্তা পাইজাম চাল ফেনী জেলার ইসলামপুর রোডের মেসার্স এবি সিদ্দিকি ট্রেডার্সের নামে পাঠান। সেই চাল ফেনীতে পৌঁছেনি এবং কাভার্ডভ্যানের চালক ও মালিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গত চার ডিসেম্বর ভুক্তোভোগী আবু নাসিম মশিউর রহমান বকুল থানায় মামলা দায়ের করলে পুলিশ চাল উদ্ধার করে দুইজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু রায়হান সরদার জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আটককৃতদের আদালতে উপস্থাপন করা হয়েছে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে