গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত মো. ফরহাদ (১৮), স্থানীয় এরশাদ নগর এলাকার বাসিন্দা মো. মোস্তাফার ছেলে। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধ শহীদ আহসান উল্লাহ মাস্টার হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল জানান, ফরহাদ টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ফাইজার কোম্পনীর করোনা ভ্যাকসিন নিতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রæত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন। তাকে মৃতাবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি। তবে এর প্রকৃত কারণ কি তা এখনও নিশ্চিত হতে পারিনি। আগেই সে অসুস্থ ছিল কি-না তা-ও খোঁজ নোয়া হচ্ছে। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া জানান, আমরা জানতে পেরেছি ফরহাদ স্থানীয় তারগাছ এলাকার বীর মুক্তিযোদ্ধ শহীদ আহসান উল্লাহ মাস্টার হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি আগেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। টিকা নিতে লাইনে থাকা অবস্থায় ফরহাদ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন এবং দাঁড়ানো অবস্থায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত মো. মকবুল হোসেন জানান, ফরহাদকে ব্রড ডেথ অবস্থায় আনা হয়েছে। নিহতের মা লিপি আক্তার জানান, ১৫জানুয়ারি সে টিকার জন্য নিবন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে সে বাসা থেকে করোনা টিকা নিতে টঙ্গী পাইলট স্কুল কেন্দ্রে যায়। পরে দুপুরে সহপাঠীরা জানায় ফারহাদ মারা গেছে। ফরহাদ আগেই হৃদরোগে আক্রান্ত ছিল।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd