লক্ষ্মীপুরের রায়পুরে খাল্লার পুল এলাকা থেকে হান্নান (২৮) নামের এক যুবকের এর লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।মঙ্গলবার (১৭ মে) সকালে নাজির আলী বাড়ির দরজায় খালের মধ্যে ভাসমান মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকার মোল্লা বাড়ির মৃত অলিউল্লার ছেলে। সে ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করত।
নিহতের বোন আনোয়ারা জানায়, দীর্ঘদিন থেকে হান্নান মৃগী রোগে ভূগছিলেন। সোমবার দুপুরে এ এলাকায় বোনের বাড়িতে এসে খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নেয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, ফিরতি পথে খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
যাযাদি/এস এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd