মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

​​​​​​​পূর্বধলায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৩ মে ২০২২, ২০:২৫
​​​​​​​পূর্বধলায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু
​​​​​​​পূর্বধলায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় সোমবার (২৩ মে) পুকুরে ডুবে মাসুদ মুন্সী (৩০) নামে এক যুবক মারা গেছেন তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের চাঁন মিয়া মুন্সীর ছেলে

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাসুদ মুন্সী তার বাবাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরতে যায় পরে পুকুরে জাল আটকে গেলে মাসুদ মুন্সী ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন ডুব দেওয়ার পর উপরে উঠতে দেরি করলে বাবা চাঁন মিয়া মুন্সী খোঁজাখুঁজি করে না পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তার ছোট ভাই আনিস মুন্সী জানান, দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুদ মুন্সী মৃগী রোগে ভুগছিলেন আমরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলাম, তাই সে বৃদ্ধ বাবার সঙ্গে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায় পুকুরে জাল আটকে গেলে ডুব দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আর পানি থেকে উঠতে পারেনি

পূর্বধলা থানার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, বাড়ির সামনে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু হয় পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল করে অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে