শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে মা-মেয়েসহ ৩ জন খুন !ঘাতক পালাতক

শেরপুর প্রতিনিধি
  ২৪ জুন ২০২২, ০৯:২২
আপডেট  : ২৪ জুন ২০২২, ০৯:২৩

শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বোরকা পড়ে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে । আরো ৩ জনের অবস্থা আশংকা জনক। আহতদের মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরিহিত দুইজন অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসী কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামের মনু মিয়ার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে গলাকেটে এবং অরো আরো ৩ জনকে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথেই মারা যায় মনিরা বেগম নামে (৪০) নামে এক নারী। বকশীগঞ্জ হাসপাতালে আনার পর আরো দুই জনের মৃত্যু হয়।

যারা মারা গেছেন তারা হলেন,মনু মিয়ার কন্যা মনিরা বেগম (৪০),স্ত্রী শেফালী বেগম (৬০) ও মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)। আহতরা হলেন আহাদ আলীর স্ত্রী বাচ্চুনী বেগম (৫২),জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। তবে কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। শেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদের নেতৃত্বে একটি টিম তদন্তের জন্য বকশীগঞ্জ হাসপাতালে অবস্থান করছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে