শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধা ৬১ বিজিবির উদ্যোগে ১৯শ’ গাছের চারা রোপন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ১৬:৫১

লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১বিজিবির) উদ্যোগে ১৯শ’ বিভিন্ন ধরণের ফলজ, বনজ, ভেষজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপন করেছেন। বুধবার বিকেলে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন-২ ( ৬১ বিজিবির) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দিন খান।

এসময় ব্যাটালিয়নের সকল জেসিও এবং সকল স্তরের সৈনিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অধিক সংখ্যক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিজিবির অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দিন খান বলেন, বৃক্ষরোপন একটি সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনে দেশবাসির সাথে শরিক হতে পেরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর সকল সদস্য গর্বিত।

দেশে ধীরে ধীরে বনভূমির পরিমাণ কমে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। ভারসাম্য রক্ষায় দেশের বনভূমির পরিমান বৃদ্ধির বিকল্প নেই।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে