মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক মন্ত্রী প্রয়াত ছায়েদুল হকের সহধর্মিনী দিলশাদ আরা মিনুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৬ আগস্ট ২০২২, ১৮:৩৭

ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের সহধমির্নী আলহাজ্ব দিলশাদ আরা মিনু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানী ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে চিকিৎসক রায়হানুল হকসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুমার ছেলে ডাঃ রায়হানুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

তিনি বলেন, শনিবার রাতে বাদ এশা ঢাকায় মায়ের প্রথম জানাযা ও রোববার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

দিলসাদ আরা মিনু স্বামী অ্যাডভোকেট ছায়েদুল হকের মৃত্যুর পর উপ- নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে