চাঁদপুর জেলার হাইমচর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ৬৬৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।
গতকাল বুধবার হাইমচর উপজেলা কৃষি অফিসে কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম এ বাশার, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের প্রমুখ।
যাযাদি/সাইফুল