শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজানপুরে অটোবাইকেরদ ধাক্কায় শুকুর কোতয়াল(৮০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে মহিষার ইউনিয়নের সাজানপুর বাজারের পূর্বপাশে সাজানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে ভেদরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শুকুর কোতয়াল মহিষার গ্রামের বাসিন্দা মৃত- তৈয়বআলী কোতয়ালের ছেলে। তিনি সাজানপুর বাজারে ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার বলেন, গতকাল সন্ধায় ঐ বৃদ্ধ ব্যবসায়ী রাস্তা পাড় হওয়ার সময় অটো বাইকের ধাক্কা লেগে আহত হন। পরে ভেদরগঞ্জ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/ সোহেল