নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে গবাদি পশুর টিকাদান কর্মসূচি বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খোনজোর জয়সাড়া স্কুল মাঠে তিনশত গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।
উপজেলার উদ্দীপন শাখার উদ্যেগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় নওগাঁ জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ রুবায়েত রেজা, আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান, উদ্দীপনের রাজশাহী জোনের লাইফস্টক অফিসার উম্মে কুলসুম,ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন প্রমুখ।
যাযাদি/মনিরুল