শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে জড়াজীর্ণ ব্রীজ পুন:নির্মানের দাবীতে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:০২

কিশোরগঞ্জের কটিয়াদীতে জড়াজীর্ণ ব্রীজ পুন:নির্মানের দাবীতে উপজেলা কমিউনিষ্ট পার্টির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রীজটির উপরে মানববন্ধনে দুই এলাকার সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে নাগরিক মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমি, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কমরেড সেলিম উদ্দিন খান, মস্তোফা কামাল নান্দু, মুর্শেদ খান নতুন, এডভোকেট জয়নাল আবেদীন রানা, স্থানীয় ব্যক্তি আক্কাছ মিয়া, ইসলাম উদ্দিন, মো. মতিউর রহমান, এবাদুল্লাহ ও সজল মিয়া প্রমুখ।

বক্তাগণ বলেন, অল্প কিছু দিন পরই শাহ শামছুদ্দিন সুলতাল বুখারী (র.) ওরস অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে বিশাল মেলা জমে। হাজার হাজার মানুষ এ ব্রীজ দিয়ে যাতায়াত করে। কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই ব্রীজটি নির্মাণের দাবী জানান।

জান যায়, কটিয়াদী পৌর এলাকার বোয়ালিয়া থেকে মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার হয়ে শাহ শামছুদ্দিন সুলতান বুখারী (র.) মাজারে যোগাযোগের একমাত্র মাধ্যম ব্রীজটি। ব্রীজটি স্বাধীনতা পূর্ব কুড়িখাই নদীর উপর নির্মিত। যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী স্থানীয় কিছু নিরীহ লোককে ধরে এনে ব্রীজের উপর দাড় করিয়ে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তুলে ধরেন মানববন্ধন থেকে। ইতিহাসের সাক্ষী কুড়িখাই ব্রীজটি বর্তমানে খুব জড়াজীর্ণ অবস্থায় রয়েছে। চওড়া খুব বেশি নয়।

দুইটি রিকসা অতিক্রম করতে পারে। কিন্তু ছোট গাড়ি কোন রকম পার হতে পারে। নেই দুই পাশে রেলিং, পিলারের ইট খসে পড়ছে। ইদানিং ব্রীজের মাঝখান থেকে কিছু অংশ ভেঙে পড়ে গেছে। একটি বাঁশের টুকরোতে লাল কাপড় বেঁধে বিপদ সংকেত দেয়া আছে। এই ব্রীজটির উপর দিয়েই দুই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে পাড়াপার হচ্ছে প্রতিদিন। বিভিন্ন সময় নির্বাচনের আগে প্রার্থীগণ ব্রীজটি নির্মানের প্রতিশ্রæতি দিয়ে আসলেও অদ্যাবধি কোন পদক্ষেপ নেয়া হয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.মোহাম্মদ মুশতাকুর রহমান জানান, ব্রীজ নির্মানের আর্থিক ও কারিগরি সক্ষমতা উপজেলা পরিষদের হাতে নেই। তবে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রæত এই ব্রীজটি নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে