শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খেলাধুলা করলে শিশুদের মেধার বিকাশ ঘটে: মাহবুবুল হাসান

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১০:৩৬
খেলাধুলা করলে শিশুদের মেধার বিকাশ ঘটে: মাহবুবুল হাসান

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব বলেছেন, আজকের শিশুরা আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গড়বে। ফলে শিশুদেরকে শিক্ষার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শিশুদের মেধার বিকাশ ঘটে, দেহ ও মন ভাল থাকে।

তিনি শনিবার (১৮ মার্চ) শিবপুর উপজেলার ১ নং বীর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাহফুজা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জনতা ব্যাংক যোশর বাজার শাখার ব্যবস্থাপক কৃষিবিদ শাখাওয়াত হোসেন মৃধা শামীম। পৃষ্ঠপোষকতায় ছিলেন আরএস পাওয়ার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জহিরুল হক নাজির (শাওন)। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক , অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে