মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ নানিয়ারচর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১০:৫৩

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ নানিয়ারচর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।

অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন,মোতাহের হোসেন চৌধুরী,মো: নাছির উদ্দিন,ত্রিদীব কান্তি দাশ,আনসার আলী,ধর্মেশ খীসা,জনতা শেখর চাকমা,প্রিয়তোশ দত্ত,জিল্লোল মজুমদার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য প্রধান অতিথি বলেন,বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে রাঙ্গামাটি সহ পাহাড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।তাই যে যার পেশায় আছি নৌকার বিজয় সুনিশ্চিতভাবে কাজ করতে আহবান করছি।

উক্ত সম্মেলনে আওয়ামী পেশাজীবীলীগ নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি হিসেবে বাবু অরুন কুমার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবু বিশ্বজিৎ তালুকদার নির্বাচিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে