বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

টঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিক পালিত 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ জুন ২০২৩, ১০:০৪
টঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিক পালিত 

টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী প্রেসক্লাব মিনায়তনে আলোচনা সভা, কেক কাটা মিষ্টি বিতরণ করা হয়েছে।

দৈনিক যায়যায়দিন টঙ্গী গাজীপুর প্রতিনিধি রেজাউল কবির রাজিব সভাপতিত্বে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান,টঙ্গী পৌরসভার সাবেক বার-বার নির্বাচিত সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল রহমান খান, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এর মুক্তিযোদ্ধা আলহাজ জয়নাল আবদীন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব এমএ সাত্তার মোল্লা, কেরিয়ার পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট লেখক সাহিত্যিক মোস্তাক আহম্মেদ, আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মুকুল সরকার, সদস্য সচিব মোঃ হারুন অর রশীদ, এমএ কাশেম মোল্লা, এমএ বারেক মোল্লা, সেলিম খান মাহাবুব, মোঃ আজাহার হোসেন, আবু হানিফ, আশরাফ উদ্দিন সরকার, শাহাজাহান তপন,দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা রাজিব মোল্লা, সজিব হাসান,মনির হোসেন, যুবরাজ, তানজিল মাহামুদ হিমেল প্রমুখ।

এসময় প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লা খান বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে দৈনিক যায়যায়দিন বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন করে থাকেন। বস্তুুনিষ্ট সংবাদের কারনেই দৈনিক যায়যায়দিন পএিকাটি আজ পাঠকের মন জয় করে পাঠক প্রিয় হয়ে উঠেছেন। তৃণমূল অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, মানুষের কথা বলে,। আমি দৈনিক যায়যায়দিন পত্রিকাটির সফলতা কামনা করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে