সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

চাঁদপুরে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২

চাঁদপুর শহরের পাকা মসজিদ এলাকা থেকে ১২ পিস ফেন্সিডিলসহ রুবি বেগম (২৬) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ মাসুদ খলিফা নামে অপর আসামী পালিয়ে যায়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌর ১৩ নম্বর ওয়ার্ডের পাকা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবি বেগম শাহরাস্তি উপজেলার মোঃ শাহজাহানের স্ত্রী। পলাতক আসামী মোঃ মাসুদ খলিফা ফরিদগঞ্জ উপজেলার আব্দুল মালেকের ছেলে। তারা শহরের পৌর ১৩ নম্বর ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বসবাস করছিল।

পুলিশ জানায়, শহরের পৌর ১৩ নম্বর ওয়ার্ডের পাকা মসজিদ সংলগ্ন মমিন গাজীর টিনশেড ঘরের দক্ষিণ পাশে রুমে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার ওসি নির্দেশে এসআই মোঃ শাহজাহান, এএসআই মোঃ হেলাল উদ্দিন ও এএসআই মোঃ শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়। তবে রুবি বেগম কে ১২ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃতকে নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে