দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে পালন করা হয়েছে।
গতকাল রোববার দুপুর একটায় ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে কেক কেটে ২৯ বিজিবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়, অনুষ্ঠানের শুরুতেই দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অথিতিদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর পিএসসি,জি,। তিনি বলেন, ২৯ বিজিবি গৌরবময় ৪৩ বছর পার করেছে, আজ ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।
দেশ সেবায় বিজিবি সব সময় সাহসী ভূমিকা রেখে চলেছে। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল করিম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল,থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মোস্তাফিজার রহমানসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ । শেষে সেখানে অতিথিদের সন্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
যাযাদি/ এস