কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয়ের দাবীসহ বিভিন্ন দাবীতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে সরকারী সফর আলী কলেজ ইউনিট ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াসউদ্দীনের নেতৃত্বে উপাধ্যক্ষসহ সকল শিক্ষকদের অংশ গ্রহণে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় তারা কলেজ চত্বরে একটি র্যালী প্রদর্শণ করেন।
তাদের দাবী গেিলার মধ্যে ছিল “ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নিত করণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফছিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবী পূরণ ।
যাযাদি/ এস