বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
walton

জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও কর্মচারীর বিদায় সংবর্ধনা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩৮

জুরাছড়ি উপজেলায় স্বাস্থ্য বিভাগের বদলী ও অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসর জনিত বিদায়ী মেডিকেল টেকনোলজিস রতন কান্তি দে, সিনিয়র স্টাপ নার্স প্রেম লাল চাকমা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুপেন্দু বিকাশ চাকমা প্রমূখ।

বদলিজনিত বিদায়ীরা হলেন, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুজ্জামান জুয়েল, ডাক্তার মোঃ তোফিকুল আলম, ডাক্তার মোঃ জুনায়েদ আহমেদ, ডাক্তার মোঃ সাঈদ আবেদিন, ডাক্তার মোঃ সাঈদ আরেফিন,মেডিকেল টেকনোলজিস রতন কান্তি দে, সিনিয়র স্টাপ নার্স প্রেম লাল চাকমা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুপেন্দু বিকাশ চাকমা। উপস্থিত বিদায়ীদের হাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্রেশ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রীতি ভোজনে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা, আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে