শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মেহেরপুরে ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৩
মেহেরপুরে ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মেহেরপুর খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২০২৪ মৌসুমে ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২০২৪ মৌসুমে ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২০২৪ মৌসুমে ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, জেলা খাদ্য কর্মকর্তা এম এম ইকবাল হোসেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুত রায়,আমঝুপি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেবেনা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ জানায়, আমন সংগ্রহ ২০২৩-২০২৪ মৌসুমে মেহেরপুর জেলা ৩ টি উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৯ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি ধরে ৭২৫ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে