শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪
নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

জেলা শহরের অজহররাডস্থ উদীচী কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় পুস্পস্তবক অর্পন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খান সুমি, বীর মুক্তিযোদ্ধা সুব্রত সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার খানম বিউটিসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৫ সালের এইদিন সকালে নেত্রকোনার উদীচী কার্যালয়ে জেএমবির জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী এবং মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাস, গৃহিণী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিকশা চালক রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল আবেদীন ও আত্মঘাতী কিশোর কাফি নিহত হন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে