শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মান্দায় নবনির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:০৭
মান্দায় নবনির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

নওগাঁর মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটি, ৪৯ নওগাঁ-৪ মান্দা এর আয়োজনে তাকে আনুষ্ঠানিকভাবে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি,৪৯ নওগাঁ-৪ মান্দা এর আহবায়ক খলিলুর রহমান।

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, ওসি- তদন্ত আব্দুল গণি,জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ,মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,সদস্য আব্দুল লতিফ শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আনিছুর রহমান, এস.এম গোলাম আজম, নওফেল আলী মন্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, মান্দা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হবিবর রহমান,ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাজ হোসেন,প্রসাদপুর দালিল লেখক সমিতির সভাপতি রেজাউন্নবী চঞ্চল, উত্তরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী প্রমূখ।

নব-নির্বাচিত এমপি এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা) বলেন, মান্দা উপজেলাকে দূর্নীতিমুক্ত, স্মার্ট ও একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। এর পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন বলেও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

এছাড়াও নারী শিক্ষার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও জানান। উপজেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত প্রসাদপুর খেয়া ঘাটে সর্বপ্রথম একটি ব্রীজ নির্মাণ, গ্রামীণ জনপদের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, আত্রাই ও শীব নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার কাজের জন্য কাউকে ঢাকায় গিয়ে ধর্ণা দিতে হবে না বলে সকলের কাছে ওয়াদা করেন তিনি। তার দাবি যে, একজন আবাসিক এমপি হিসেবে এ উপজেলার জন্য যা যা করার সবই করবেন তিনি। এজন্য দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছে।

গত রবিবার (৭ জানুয়ারি) দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবুকে ২৩ হাজার ৪৮ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। এই আসনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদের মধ্যে ট্রাক প্রতীকে মোট ৮৫ হাজার ১৮০ ভোট পেয়েছেন গামা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু নৌকা প্রতীকে ৬২হাজার ১৩২ ভোট পান। এতে ২৩ হাজার ৪৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে