কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সবক ও পাগড়ী প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন খিরনশাল ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমদ। এ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ একেএম আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানুয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার মোঃ সোলায়মান, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম, সমাজ সেবক সেলিম মজুমদার, খিল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আইউব আলী, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরীফ মোঃ ইউসুফ, বিপুলাসার ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সুমন, ব্যবসায়ী মাওলানা আবু বকর, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আক্তার ভানু, পাশাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মতিন, বসন্তপুর মাওলানা আবদুল মান্নান তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষক মামুনুর রশিদ দাউদ, মাওলানা হাফেজ আশ্রাফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক মাওলানা ইয়াকুব শরীফ।
বাহেরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইউনুসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে হাফেজ আবদুল মবিন খানকে পাগড়ী প্রদান ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যাযাদি/ এম