বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সকাল১০টা সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ান।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম,আবু সুফিয়ান, এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট, জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আরিফুর ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
যাযাদি/ এস