শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোল্লাহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা শিকদার জাহাঙ্গীর আলম (৬৭) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কারা হয়েছে। সোমবার সকাল ১১টায় দারিয়ালা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর একই স্থানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কাচনা দারিয়ালা মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শিকদার জাহাঙ্গীর আলম বার্ধক্যের কারণে গত রোববার বিকাল ৪টার দিকে ছোট কাচনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে সহ নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা শিকদার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার সহ পুলিশের একটি চৌকস দল।

এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে