শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মুক্তাগাছায় অমর একুশে উদযাপন

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১
মুক্তাগাছায় অমর একুশে উদযাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তাগাছায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর পরিষদ, মুক্তাগাছা প্রেসক্লাব, থানা প্রশাসন, স্কাউট, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, শহীদ স্মৃতি সরকারী কলেজ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সন্ধান কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, পৌর পাঠাগার, শহীদ স্মৃতি সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী শিশু-কিশোরদের অংশ গ্রহনে নানা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, সহকারী কশিনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ সাহিত্যিক আলী ইদ্রিস প্রমুখ অংশ নেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে