শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শ্রীনগর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৯
শ্রীনগর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা অনুষ্ঠান আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এ প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান উপজেলার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শীর্ষক প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রতিযোগি শিক্ষার্থীরা শ্রীনগরের জীবিত মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনা,যুদ্ধকালীন বীরত্বগাঁথা তাদের লেখনীতে তুলে ধরবে। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথার গল্প নিয়ে পরবর্তীতে একটি পুস্তিকা করা হবে। যা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হবে। নতুন প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতার ইতিহাস তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আগামী ২রা মার্চ শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে গোল্ড মেডেল প্রদান করা হবে। প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে