শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১১
বিশ্বনাথে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটের বিশ্বনাথে যাথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার শহীদ দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী মো. আবু সাঈদ, প্রাণীসম্পদ অফিসার ডা. নাহিদ নাওরিন সুলতানা কান্তা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহসভাপতি মো. কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুল আলম সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, উপজেলা উপপ্রসানিক কর্মকর্তা ছাদেক আলী, প্রসানিক কর্মকর্তা নান্টু মোহন দাশ, আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহমদ সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মহব্বত আলী, জেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাইমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামীলীগের নেতৃববৃন্দ।

এরআগে রাতে এবং সকালে স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, বিশ্বনাথ থানা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে